নয়া দিল্লি : করোনা ভাইরাসের মোকাবিলায় গবেষণা অব্যাহত। সেই তালিকায় ফাইজারের নতুন সংযোজন। সংস্থার তৈরি অ্যান্টিভাইরাল ট্যাবলেট প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হাসপাতালে ভর্তি বা মৃত্যু রোধ করতে সক্ষম। ফেজ ২-৩-তে এক অভ্যন্তরীণ বিশ্লেষণে এমনই দেখা গেছে লে জানিয়েছে ফাইজার। এর পর আমেরিকার FDA-এর সুবজ সংকেত পাওয়ার জন্য তারা আবেদন করবে। যাতে করোনা ভাইরাসের বিরুদ্ধে সহজেই এই ওষুধ ব্যবহার করা যায়।
এই মুহূর্তে আমেরিকায় করোনার চিকিৎসার জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। এদিকে প্রাথমিকভাবে ভাল সাড়া দিয়েছে ফাইজারের প্রতিযোগী Merck-এর করোনার ওষুধ। যা ইতিমধ্যেই ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পর্যবেক্ষণে রয়েছে। বৃহস্পতিবার ইংল্যান্ড এই ওষুধকে সবুজ সংকেত দিয়েছে। করোনায় আক্রান্তের মৃদু বা অল্প উপসর্গ দেখা দিলে তাঁর ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে। বা আক্রান্তের যদি স্থূলতা, বয়সকালে ডায়াবেটিস বা হার্টের রোগের সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই ওষুধ কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ফাইজার জানিয়েছে, তারা এফডিএ-র কাছে অনুরোধ জানাবে যাতে দ্রুত তাদের ট্যাবলেটকে অনুমোদন দেওয়া হয়। ৭৭৫ জন প্রাপ্ত বয়সকের ওপর চালানো পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করে সংস্থা। যে সব রোগী এই সংস্থার ওষুধের সাথে অন্য কোনও অ্যান্টিভাইরাল খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর হার কমছে ৮৯ শতাংশ।
আরও পড়ুন ; আমেরিকায় ৫ থেকে ১১ বছর বয়সীদের ভ্যাকসিনে সবুজ সঙ্কেত
এদিকে আমেরিকায় ৫-১১ বছর বয়সীদের জন্য শুরু হবে টিকাকরণ। ৮ নভেম্বর থেকে শুরু হবে করোনা টিকাকরণ। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের তৈরি টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ছাড়পত্র দেয় সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও। ওষুধের দোকান, শিশু চিকিৎসকের চেম্বার ছাড়া ৫-১১ বছর বয়সীদের জন্য় স্কুলেও মিলবে ফাইজারের টিকা। দেওয়া হবে ২টি ডোজ।