সাইক্লোন ‘মোরা’: মাঝসমুদ্রে ভেসে যাওয়া ২৭ বাংলাদেশিকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা
ABP Ananda, web desk | 31 May 2017 12:30 PM (IST)
নয়াদিল্লি: সাইক্লোন মোরা বিধ্বস্ত বাংলাদেশে উদ্ধার অভিযানে অংশ নিয়ে ২৭ জনকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় তীব্র আঘাত হেনেছে। প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। বাংলাদেশের চট্টগ্রামের ১০০ মাইল দূরে মাঝসমুদ্রে হাবুডুবু খেতে থাকা ২৭ জনকে দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমিত্রা। তাদের মধ্যে শিশু, মহিলা ও বৃদ্ধও রয়েছেন। নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা এ কথা জানিয়েছেন। নৌবাহিনীর পূর্ব কম্যান্ড উদ্ধারের কাজে পি-২৮ বিমান মোতায়েন করে। ক্যাপ্টেন শর্মা আরও বলেছেন, বঙ্গোপসাগরের ওই উত্তরাংশে খারাপ আবহাওয়ার কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, গতকাল বাংলাদেশে আছড়ে পড়েছিল মোরা। ঝড়ের দাপটে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর থেকে সমস্ত বিমানের উড়ান ও অবতরণ বন্ধ বাতিল করে দেওয়া হয়। বাংলাদেশের প্রায় ১০ টি জেলা এই ঝড়ের কবলে পড়েছিল। সেদেশের আবহাওয়া দফতর সূত্রের খবর, মোরা উত্তরদিকে এগিয়ে আজ সকাল ছটায় কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে।