কাবুল: কাবুলে ভারতীয় দূতাবাসের কাছে আত্মঘাতী জঙ্গি হামলা। ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। শেষ খবর মেলা পর্যন্ত বিস্ফোরণে ৮০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা তিন শতাধিক। তবে দূতাবাসের আধিকারিকরা সুরক্ষিত রয়েছেন বলে টুইটে দাবি করেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
আফগান অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ জনবহুল জানবাক স্কোয়ারে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ভর্তি ট্রাক ঢুকিয়ে দেয়। আশেপাশে থাকা প্রায় ৫০টি গাড়ি ধ্বংস হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের ব্যস্ত সময়ে ওই বিস্ফোরণে স্বাভাবিক জনজীবন একেবারে স্তব্ধ হয়ে পড়ে। সূত্রের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যে ভারতীয় দূতাবাসের কাচের জানলা, দরজাতেও চিড় ধরে গেছে। শহরের মাঝখান থেকে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। তবে বিস্ফোরণের লক্ষ্যে আসলে কে ছিল, সেবিষয়ে এখনও পরিষ্কার নয় প্রশাসন।
যেখানে আজকের বিস্ফোরণটি ঘটেছে সেখান থেকে অল্প দূরত্বেই রাষ্ট্রপতি ভবন এবং বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। বিস্ফোরণস্থল থেকে ১০০ কিমি দূরত্বে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, সেগুলোর জানলা-দরজা বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। এদিনের বিস্ফোরণে হতাহতের তালিকায় বহু মহিলা ও শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এলাকায় বিস্ফোরণের পরে যানজট সৃষ্টি হয়েছে। এলাকার আশেপাশে বহু আহত মানুষকে ছুটে বেড়াতে দেখা গিয়েছে। এদিনের বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। গত ৩ মে আফগানিস্তানের রাজধানীতে ন্যাটোর একটি কনভয়ে হামলায় ৮ জনের মৃত্যু হয়, আহত হয় ২৮ জন।