বার্লিন: সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারবদ্ধ হল ভারত ও জার্মানি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এমনটাই জানানো হল।
এদিন বার্লিনে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, আমাদের সম্পর্কের উন্নয়নের গতি যথেষ্ট রয়েছে। একইসঙ্গে দিকনির্দেশ ইতিবাচক এবং লক্ষ্য স্পষ্ট। তিনি জানিয়ে দেন, ভারতের মধ্যে একজন শক্তিশালী, প্রস্তুত ও যোগ্য শরিককে পাবে জার্মানি।
এদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। সেখানে সন্ত্রাসবাদ ও নাশকতা মোকাবিলা নিয়ে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসের মদতকারী, অর্থজোগানকারী ও সমর্থনকারী ওআশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারবদ্ধ হল ভারত ও জার্মানি।
সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার ওপরও জোর দিয়েছে দুই দেশ। একইসঙ্গে, আন্তর্জাতিক সন্ত্রাস নিয়ে সুসংহত সম্মেলনের রূপায়ণ চূড়ান্ত ও বাস্তবায়িত করারও ডাক দিয়েছে দুই দেশ।
সূত্রের খবর, বৈঠকে মোদী জানান, সন্ত্রাসবাদ হল একটি বড় সমস্যা যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর মাথাচাড়া দিচ্ছে। মানবতার খাতিরে এর মোকাবিলা করা প্রয়োজন। তিনি বলেন, সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা-তথ্য বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করে যৌথভাবে এই সমস্যার সমাধান করা হবে।
এদিন মোদী-মের্কেলের বৈঠকের পর প্রায় এক ডজন মউ স্বাক্ষরিত হয় ভারত ও জার্মানির মধ্যে। সাইবার নীতি থেকে শুরু করে উন্নয়নমূলক প্রকল্প, নগরোন্নয়ন, দক্ষতার উন্নয়ন, ডিজিটালাইজেশন, রেল নিরাপত্তা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে এদিন চুক্তিগুলি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা।