লন্ডন: ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমের লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন জায়গায় একাধিক হোটল, প্রাসাদোপম অট্টালিকা, টাওয়ার ব্লক এবং বাড়ি আছে। ভারতের ডসিয়ের, বিভিন্ন সংস্থার জমি-বাড়ির হিসেব এবং পানামা পেপার্সের কথা উল্লেখ করে এই খবর জানিয়েছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, দাউদের ডান হাত মহম্মদ ইকবাল মির্চি মেমনেরও ভারত, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, স্পেন, মরক্কো, তুরস্ক, সাইপ্রাস ও অস্ট্রেলিয়ায় অনেক সম্পত্তি আছে।

বেশ কয়েক বছর ধরেই দাউদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেনের রাজস্ব বিভাগ। তাঁর জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে মহারাষ্ট্রের রত্নাগিরির খের। তাঁকে ভারতীয় নাগরিক হিসেবেই উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে পাকিস্তানের তিনটি ঠিকানাও উল্লেখ করা হয়েছে।

ওই সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘দাউদ ইব্রাহিমের অপরাধ ক্ষেত্রের মধ্যে ব্রিটেনও আছে। তিনি এখানে ম্যাকমাফিয়া হিসেবে অর্থপাচার করতে পারেন। এসেক্স, কেন্টের মতো ইংল্যান্ডের দক্ষিণ দিকের কাউন্টিগুলিতে তাঁর বহু সম্পত্তি আছে বলে শোনা যাচ্ছে। কিন্তু এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ, সরকার বিদেশে রেজিস্ট্রিকৃত সম্পত্তিগুলি থেকে কারা সুবিধা পাচ্ছেন, সে বিষয়ে খোঁজ নিচ্ছে।’