ভারত, আমেরিকা নয়, যাতে কাশ্মীর ইস্যু তুলতে না পারি, তাই আমায় গৃহবন্দি করে রেখেছিল পাকিস্তান সরকারই, সুর বদল সঈদের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Feb 2018 02:56 PM (IST)
NEXT
PREV
ইসলামাবাদ: সুর বদল হাফিজ সঈদের। মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড আগে বলেছিল, পাকিস্তানে তাকে গৃহবন্দি করে রাখার পিছনে ভারত, আমেরিকার হাত আছে। ভারত, আমেরিকার চাপেই তাকে আটকে রেখেছে পাকিস্তান। কিন্তু এখন সে বলছে, মোদী সরকার নয়, আমাদের নিজেদের পাকিস্তানি সরকারই ১০ মাস আমায় আটকে রেখেছিল, কাশ্মীর ইস্যু তোলা থেকে বিরত রাখতে।
পাক সরকার তাকে আর কোনও মামলায় আটকে না রাখার সিদ্ধান্ত নেওয়ায় গত ২৪ নভেম্বর ছাড়া পায় সঈদ। ফলে মুম্বই হানা মামলায় বিচারের জন্য তাকে হাতে পাওয়ার ভারতের প্রয়াস ধাক্কা খায়।
এখানে নজরিয়া পাকিস্তান ট্রাস্টের এক অনুষ্ঠানে বেআইনি ঘোষিত জামাত-উদ-দাওয়া প্রধান বলেছে, পাকিস্তান সরকারের উচিত নয় কাশ্মীরে 'অত্যাচারে'র ওপর থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, কাশ্মীরী জনগণের স্বাধীনতা অর্জনে সাহায্য করার ভূমিকা পালনকে উপেক্ষা করা। বুঝতে পারি না কেন কাশ্মীরী জনগণের বলিদানকে অস্বীকার করছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিতে ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জের দপ্তরের বাইরে মন্ত্রিসভার অন্তত ৫ সদস্যকে সঙ্গে নিয়ে অবস্থানে বসা উচিত।
পাকিস্তানি মিডিয়াও ভারতীয় মিডিয়ার সুরে কথা বলছে বলে অভিযোগ করেছে সঈদ, যার ১০ মিলিয়ন মার্কিন ডলার মাথার দাম ঘোষণা হয়েছে আগেই। সে বলেছে, পাক মিডিয়ার লোকজনও যখন কাশ্মীর ইস্যুতে আমায় সন্ত্রাসবাদী বলে, খুবই আঘাত পাই তখন।
ইসলামাবাদ: সুর বদল হাফিজ সঈদের। মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড আগে বলেছিল, পাকিস্তানে তাকে গৃহবন্দি করে রাখার পিছনে ভারত, আমেরিকার হাত আছে। ভারত, আমেরিকার চাপেই তাকে আটকে রেখেছে পাকিস্তান। কিন্তু এখন সে বলছে, মোদী সরকার নয়, আমাদের নিজেদের পাকিস্তানি সরকারই ১০ মাস আমায় আটকে রেখেছিল, কাশ্মীর ইস্যু তোলা থেকে বিরত রাখতে।
পাক সরকার তাকে আর কোনও মামলায় আটকে না রাখার সিদ্ধান্ত নেওয়ায় গত ২৪ নভেম্বর ছাড়া পায় সঈদ। ফলে মুম্বই হানা মামলায় বিচারের জন্য তাকে হাতে পাওয়ার ভারতের প্রয়াস ধাক্কা খায়।
এখানে নজরিয়া পাকিস্তান ট্রাস্টের এক অনুষ্ঠানে বেআইনি ঘোষিত জামাত-উদ-দাওয়া প্রধান বলেছে, পাকিস্তান সরকারের উচিত নয় কাশ্মীরে 'অত্যাচারে'র ওপর থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, কাশ্মীরী জনগণের স্বাধীনতা অর্জনে সাহায্য করার ভূমিকা পালনকে উপেক্ষা করা। বুঝতে পারি না কেন কাশ্মীরী জনগণের বলিদানকে অস্বীকার করছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিতে ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জের দপ্তরের বাইরে মন্ত্রিসভার অন্তত ৫ সদস্যকে সঙ্গে নিয়ে অবস্থানে বসা উচিত।
পাকিস্তানি মিডিয়াও ভারতীয় মিডিয়ার সুরে কথা বলছে বলে অভিযোগ করেছে সঈদ, যার ১০ মিলিয়ন মার্কিন ডলার মাথার দাম ঘোষণা হয়েছে আগেই। সে বলেছে, পাক মিডিয়ার লোকজনও যখন কাশ্মীর ইস্যুতে আমায় সন্ত্রাসবাদী বলে, খুবই আঘাত পাই তখন।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -