বিসকেক: কিরঘিজস্তানের রাজধানী বিসকেক থেকে ২৫ কিলোমিটার দূরে মানাস বিমানবন্দরের কাছে একটি গ্রামে ভেঙে পড়ল তুরস্কের একটি পণ্যবাহী বিমান। নিহত অন্তত ৩২। তাদের মধ্যে ৬টি শিশুও রয়েছে। কী কারণে এই দুর্ঘটনা, সেটা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতা থাকাতেই এই দুর্ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বোয়িং ৭৪৭ বিমানটি হংকং থেকে বিসকেক হয়ে ইস্তানবুল যাওয়ার কথা ছিল। কিন্তু আজ সকালে স্থানীয় সময় অনুযায়ী ৭.৩১ মিনিটে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পরেই মানাস বিমানবন্দরের বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে। কিরঘিজস্তানের উপ-প্রধানমন্ত্রী মুখাম্মেতকালি আবুলগাজিয়েভ সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উদ্ধারকার্য চলছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনবহুল অঞ্চলে বিমানটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে। বিমানটিতে চালক ও কর্মী ছাড়া কোনও যাত্রী ছিলেন না বলে জানা গিয়েছে। বিমান ভেঙে পড়ার ফলে যে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলিতে থাকা লোকজন নিহত ও আহত হয়েছেন। বিমানকর্মীদের মধ্যে একজন প্রাণে বেঁচে গিয়েছেন বলে খবর। তবে চার জন চালক নিহত বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।