এই ফলে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি ট্যুইট করে সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা জানিয়েছেন, অভিবাসন, কর, স্বাস্থ্যবিমায় সংশোধন সহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবেন। ফলে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রর দুই প্রধান রাজনৈতিক দলের লড়াই তুঙ্গে উঠতে পারে। মার্কিন প্রতিনিধিসভায় মোট আসন ৪৩৫। মধ্যবর্তী নির্বাচনে ২৪টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা ছিল, অনেক বেশি আসন পাবে বিরোধী দলটি। সেটা অবশ্য হয়নি। তবে ডেমোক্র্যাটদের লাভ হয়েছে। শোনা যাচ্ছে, ফের স্পিকার নির্বাচিত হতে পারেন ন্যান্সি পেলোসি। মার্কিন যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী নির্বাচন: প্রতিনিধিসভায় ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা, সেনেট দখলে রাখল রিপাবলিকানরা
Web Desk, ABP Ananda | 07 Nov 2018 08:24 PM (IST)
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী নির্বাচনে শাসক দল রিপাবলিকান পার্টিকে জোর ধাক্কা দিল বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। গত আট বছরে এই প্রথম মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধিসভা দখলে নিল ডেমোক্র্যাটরা। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য দরকার ছিল ২৩টি আসন। ইতিমধ্যেই তার চেয়ে বেশি আসন পেয়ে গিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি আইনসভার উচ্চকক্ষ সেনেট নিজেদের দখলে রাখতে পেরেছে। তবে ডেমোক্র্যাটদের চেয়ে মাত্র দু’টি আসনে এগিয়ে রিপাবলিকানরা।