এই ফলে অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি ট্যুইট করে সাফল্যের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তবে ডেমোক্র্যাটিক পার্টির নেতারা জানিয়েছেন, অভিবাসন, কর, স্বাস্থ্যবিমায় সংশোধন সহ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবেন। ফলে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রর দুই প্রধান রাজনৈতিক দলের লড়াই তুঙ্গে উঠতে পারে।
মার্কিন প্রতিনিধিসভায় মোট আসন ৪৩৫। মধ্যবর্তী নির্বাচনে ২৪টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা ছিল, অনেক বেশি আসন পাবে বিরোধী দলটি। সেটা অবশ্য হয়নি। তবে ডেমোক্র্যাটদের লাভ হয়েছে। শোনা যাচ্ছে, ফের স্পিকার নির্বাচিত হতে পারেন ন্যান্সি পেলোসি।