পেশোয়ার: ১৩ ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠাল পেশোয়ার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিটা হোয়াইট নামে এক মার্কিন মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ তুলে ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে ইমরানের বিরুদ্ধে মামলা করেন বান্নু কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইনামুল্লাহ খান।
তাঁর অভিযোগ, সিটা হোয়াইটের গর্ভে ইমরানের এক কন্যাসন্তানের জন্ম হয়, যার নাম টাইরান হোয়াইট, কিন্তু মনোনয়ন পত্রে তার উল্লেখ করেননি তিনি। ফলে সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের শর্ত পালন করেননি ইমরান।
লস অ্যাঞ্জেলসের এক আদালতও ইমরান দক্ষিণ ক্যালিফোর্নিয়া নিবাসী চার বছরের শিশুকন্যার বৈধ পিতা বলে রায় দিয়েছে বলে দাবি করেন ইনামুল্লাহ। তাঁর বক্তব্য, মার্কিন আদালতে সংক্ষিপ্ত শুনানিতে ঊর্ধ্বতন কোর্ট কমিশনার অ্যান্টনি জোনস বলেছেন, ইমরান খান ওই বাচ্চার বাবা।
ইনামুল্লাহের পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি ইকরামুল্লাহ খান ও বিচারপতি ইশতিয়াক ইব্রাহিমকে নিয়ে গঠিত পেশোয়ার হাইকোর্টের বেঞ্চ ইমরানকে হাজিরার নোটিস দেয়।
প্রসঙ্গত, ভোটের সময় জাস্টিস ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইনামুল্লাহের আপত্তি উড়িয়ে ক্রিকেটার-রাজনীতিক ইমরানের মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন বান্নুর রিটার্নিং অফিসার। তারপরই তিনি পেশোয়ার হাইকোর্টের বান্নু বেঞ্চে যান।
মার্কিন মহিলার মেয়ের বাবা, মনোনয়নপত্রে জানাননি, অভিযোগে পিটিশন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর, ইমরানকে ১৩ ডিসেম্বর হাজিরার নোটিস পাক আদালতের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Nov 2018 05:23 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -