ঢাকা: কূটনৈতিক জোন বলে পরিচিত গুলশনের হোলি আর্টিজেন কাফে-তে শুক্রবার রাতে হানা দেওয়ার ২০ মিনিটের মধ্যেই পণবন্দিদের সবাইকে হত্যা করে হামলাবাজরা। পুলিশের ইনসপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শাহিদুল হক সেদিন অভিযানে নামতে পুলিশি বিলম্বের অভিযোগ উড়িয়ে এমনটাই জানিয়েছেন।


 

তিনি বলেছেন, অনেক মিডিয়া অভিযোগ করছে, আমরা পণবন্দিদের জঙ্গিদের কবল থেকে উদ্ধার করার অভিযান শুরু করতে দেরি করেছি। কিন্তু কথাটা ঠিক নয়। আমরা ১২ ঘণ্টায় অভিযান শেষ করেছি, যেখানে কেনিয়ার মতো দেশে একটি শপিং মলে আমাদের দেশের মতো ঘটনার মোকাবিলা করতে চারদিন লেগেছে! তিনি এও বলেন, সেদিন বন্দুকধারী হামলাকারীরা ওখানে ঢুকে ২০ মিনিটের মধ্যেই ২০ পণবন্দিকে খতম করে।

 

কাফের হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট পরে দাবি করে, ২০ পণবন্দি, ২ জন পুলিশকর্মীকে তারা হত্যা করেছে। নানা মহল থেকে বলা হয়, জঙ্গিরা বেছে বেছে অ-মুসলিম পণবন্দিদের টার্গেট করে। যারা কোরানের আয়াত বলতে পারেন, তাদের রেহাই দেয়, এমনকী খাবার আনিয়ে খেতেও দেয়। কিন্তু বাংলাদেশের ওই শীর্ষ পুলিশকর্তার কথা সত্যি হলে এটাই বলতে হবে যে, হামলাকারী জঙ্গিরা সেদিন কোনও আপস-রফা বা মধ্যস্থতার রাস্তায় হাঁটার কথা ভাবেনি। নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে ভীতি ছড়ানোই লক্ষ্য ছিল তাদের।