লাহৌর: পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান ফের বিয়ে করেছেন? সূত্রের খবর তেমনই। শোনা যাচ্ছে, নতুন বছরের প্রথম দিনই লাহৌরে গোপনে আধ্যাত্মিক গুরুমাকে বিয়ে করেছেন ইমরান। এই বিয়ে পরিচালনা করেছেন পিটিআই-এর কোর কমিটির সদস্য মুফতি সইদ। এর আগে ২০১৫ সালে ইমরান যখন রেহাম খানের সঙ্গে বিয়ে হয় ইমরানের, তখনও সেই বিয়ে পরিচালনার দায়িত্বে ছিলেন মুফতি।
পিটিআই সচিব আওন চৌধুরী এই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে। তিনি অবশ্য এ কথা অস্বীকার করেছেন। যদিও স্বীকার করেছেন, সেদিন তিনি লাহৌরেই ছিলেন।
পিটিআই-এর মুখপাত্র নইমুল হকও ইমরানের তৃতীয় বিয়ের খবর অস্বীকার করে বলেছেন, ‘আমি ইমরানের সঙ্গে ৩৫ বছরের সম্পর্ক ও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এরকম কিছু হয়নি। ইমরান যদি বিয়ে করেনও, তাহলে এ বছরের সাধারণ নির্বাচনের পরে করবেন।’
কিন্তু পিটিআই নেতারা যতই ইমরানের বিয়ের খবর অস্বীকার করুন না কেন, সূত্রের খবর অন্য কথা বলছে। জানা গিয়েছে, ইমরানের গুরুমা তথা তৃতীয় স্ত্রী কয়েক মাস আগেই বিবাহ বিচ্ছেদ করেন। তাঁর স্বামী সে কথা স্বীকারও করেছেন। তিনি অবশ্য দাবি করেছেন, আধ্যাত্মিক কারণেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাঁর প্রাক্তন স্ত্রী ইমরানকে বিয়ে করেননি। কিন্তু বিশেষ সূত্রের খবর, লাহৌরের ডিফেন্স হাউসিং অথরিটির সেক্টর ওয়াইয়ে ইমরানের বর্তমান স্ত্রীর এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বিয়ে হয়েছে।
১৯৯৫ সালের ১৬ মে প্রথমবার বিয়ে করেন ইমরান। জেমাইমার সঙ্গে তাঁর বিয়ে টিকেছিল ৯ বছর। ২০০৪ সালের ২২ জুন তাঁদের বিচ্ছেদ হয়। এর দীর্ঘদিন পর রেহামকে বিয়ে করেন ইমরান। কিন্তু সেই বিয়ে টেকে মাত্র ১০ মাস। সূত্রের খবর অনুযায়ী তৃতীয়বার বিয়ে করলেন ইমরান।
গোপনে আধ্যাত্মিক গুরুমাকে বিয়ে করেছেন ইমরান খান?
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2018 09:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -