আলাস্কা: মাঝ আকাশে এক যাত্রীর আজব কাণ্ডকারখানা। বিমানের একাধিক শৌচাগারের দেওয়ালে ওই যাত্রী মল মাখিয়ে দেন। বাধ্য হয়ে জরুরি ভিত্তিতে আলাক্সায় অবতরণ করে ইউনাইটেড এয়ারলাইন্সের শিকাগো থেকে হংকং-গামী বিমানটি।
আধিকারিকরা জানিয়েছেন, ওই যাত্রী বেশ কয়েকটি শৌচাগার নোংরা করার পর গত বৃহস্পতিবার রাতে বিমানটি অ্যাঙ্কোরেজের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
টেড স্টিভেন্স বিমানবন্দরের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এক যাত্রী মল সর্বত্র ছড়ানোর চেষ্টা করেছিলেন। এজন্য বিমানটি জরুরি অবতরণ করে।
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, এক যাত্রীর অভব্য আচরণের কারণেই বিমানটি ঘুরিয়ে দেওয়া হয়। ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে অ্যাঙ্কোরেজের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
বিমানটি সাফ করার জন্য রাতভর ওই বিমানবন্দরেই দাঁড়িয়ে থাকে। অন্যান্য যাত্রীদের হোটেলে রাখা হয় এবং তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
বিমানবন্দর পুলিশ অবশ্য ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি।মানসিক পরিস্থিতি পর্যালোচনার জন্য ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শৌচাগারের দেওয়ালে মল মাখিয়ে দিলেন যাত্রী, জরুরি অবতরণ ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jan 2018 03:14 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -