ওয়াশিংটন : ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যেই আরেক বিপদ দোরে কড়া নাড়ছে। মার্কিন মুলুকে নতুন আতঙ্ক Disaster Respiratory Virus (RSV)। ২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন কোভিডের থেকেও সংক্রামক এই রোগ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে মার্কিন প্রশাসন। করোনা সংক্রমণের মধ্যেই যদি এই আতঙ্ক মাথা চাড়া দেয়, তাহলে শিশুদের সামাল দেওয়া যাবে কীভাবে, তাই নিয়ে চিন্তায় তারা। 
জুন মাস থেকে ক্রমেই বাড়ছে ডিজাস্টার রেসপিরেটরি ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই রোগে আক্রান্ত হচ্ছে মূলত ছোট শিশুরাই। হচ্ছে হাঁচি, কাশি, জ্বরের মতো উপসর্গ। নাক দিয়ে জল পড়ছে। জ্বরও আসছে। অর্থাত্ করোনার উপসর্গের সঙ্গে বেশ মিল আছে। কিন্তু এই অসুখ অনেক বেশি সংক্রামক, বলছেন চিকিত্করা। মে মাস থেকে ধীরে ধীরে এই রোগ ছড়াচ্ছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, Disease Control and Prevention দফতর থেকে পাওয়া তথ্য বলছে, আরএসভির ঘটনা জুন মাসে ধীরে ধীরে বেড়েছে, আগের মাসের তুলনায় অনেক বেশি।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুসারে, গত দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাস সংক্রমণও ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।সেই সঙ্গে টেক্সাসের একটি শিশু হাসপাতালের তরফেও জানানো হয়েছে, মে-জুন মাস থেকে পাল্লা দিয়ে বাড়ছে Disaster Respiratory Virus তে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে হু হু করে। হাসপাতাল সূত্রের খবর, প্রায় ৭৩ শতাংশ বেড়েছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। মনে করা হচ্ছে করোনার ডেল্টা প্রজাতির ছড়িয়ে পড়ছে দ্রুত। তাই আক্রান্তের সংখ্যাও বাড়ছে দ্রুত হারে। এর থেকে মনে করা হচ্ছে, মার্কিন মুলুকে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সজোরে আঘাত হেনেছে। সেই সঙ্গে বাড়ছে ভ্যাকসিনেশন নিয়ে অভিযোগও। সূত্রের খবর, মার্কিন মুলুকেও পর্যাপ্ত টিকাকরণ হয়নি বলে বিভিন্ন জায়গা থেকে মানুষ অভিযোগ করছেন। তাই নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি চিন্তায় ফেলছে মানুষকে।