নয়াদিল্লি: আরও বিপাকে পিএনবিকাণ্ডের অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি। পলাতক হিরে ব্যবসায়ীর জামিনের আর্জি খারিজ করল ডমিনিকার আদালত। 


অবৈধভাবে ডমিনিকায় প্রবেশের অভিযোগে মামলা দায়ের হয় মেহুলের বিরুদ্ধে। ডমিনিকার নিম্ন আদালতে জামিনের আবেদন করেন মেহুল। সেই মামলাতেই ধাক্কা খেলেন তিনি। উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। 


ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসি দীর্ঘদিন ধরে পলাতক। তাঁকে প্রত্যর্পণ করার চেষ্টা চালাচ্ছে ভারত। চোকসিকে ভারতের হাতে তুলে দিতে চায় ডমিনিকাও। 


মেহুল চোকসির স্ত্রী দাবি করেন, তাঁরা বিচার প্রক্রিয়ার জন্য তৈরি। ভারতে ফিরতে নন। আজও চলবে মেহুলের প্রত্যর্পণ মামলার শুনানি। 


এদিকে, সূত্রের খবর, মেহুল ডমিনিকায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে গ্রেফতার হওয়ার পর সে দেশে যান তাঁর ভাই চেতন চোকসি।


অভিযোগ উঠেছে, ডমিনিকার বিরোধী দলনেতাকে নির্বাচনে বিপুল অঙ্কের অনুদান দেওয়ার প্রস্তাব দিয়ে মেহুলকে ছাড়ানোর চেষ্টা করছেন চেতন।  চেষ্টা চলছে, মেহুলকে অপহরণ করে ডমিনিকায় নিয়ে যাওয়া হয়েছিল, এই তত্ত্ব প্রতিষ্ঠা করার। 


এরইমধ্যে আজই ডমিনিকের আদালতে মেহুলের ভারতে প্রত্যর্পণ নিয়ে মামলার শুনানি হওয়ার কথা।  সূত্রের খবর, সেই মামলায় সাহায্য করতে ভারত থেকে একটি দলও ডমিনিকায় গিয়েছে।


৩ বছর পর গত ২৬ তারিখ পিএনবি প্রতারণা মামলায় গ্রেফতার হন মেহুল চোকসি। অ্যান্টিগার সংবাদমাধ্যম সূত্রে খবর, ডমিনিকায় পুলিশ গ্রেফতার করে ১৪ হাজার কোটির প্রতারণা মামলায় অভিযুক্তকে। 


চোকসি নিখোঁজ হয়েছেন বলে রবিবারই অভিযোগ করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরই খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগা পুলিশ। 


২০১৮ সালের জানুয়ারিতে দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্কিং প্রতারণার অভিযোগ সামনে আসে। ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদি। 


ওই বছরই দেশ ছেড়ে পালান তাঁরা। অ্যান্টিগার নাগরিত্ব নেন চোকসি। সংবাদ সংস্থা এএনআই জানায়, চোকসিকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ডমিনিকান সরকারকে বলেছে অ্যান্টিগা প্রশাসন।