লস অ্যাঞ্জেলস: অস্কার অনুষ্ঠানের একেবারে শেষে সেরা ছবির নাম ঘোষণার সময় যে গন্ডগোল হয়, তাঁকে নিয়ে অস্কারের মঞ্চে হাসিঠাট্টাই তার মূল কারণ। দাবি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।


প্রেসিডেন্টের দাবি, মসৃণভাবে অনুষ্ঠান করার বদলে অস্কারে অংশগ্রহণকারী অভিনেতা-অভিনেত্রীদের অনেক বেশি মাথাব্যথা ছিল, কীভাবে তাঁকে খোরাক করা যায় তা নিয়ে। সে জন্যই সেরা ছবি হিসেবে ‘মুনলাইট’-র নাম ঘোষণা না করে ‘লা লা ল্যান্ড’-এর নাম বলা হয়। এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মন্তব্য করেছেন এ কথা।

ট্রাম্পের বক্তব্য, হলিউড নিজেদের কাজকর্মের থেকে রাজনীতিতে এখন বেশি নিবিষ্ট। এটা দুঃখের। সে জন্যই অস্কারের অনুষ্ঠানে যাবতীয় গন্ডগোল। গতকালের অস্কার প্রদান অনুষ্ঠান গ্ল্যামারাস বলে মনে হয়নি বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট। তিনিও অস্কারে গিয়েছেন। কিন্তু অত্যন্ত বিশেষ কিছু এবার অনুষ্ঠানে অনুপস্থিত ছিল। আর শেষে যা ঘটেছে তা রীতিমত দুঃখজনক।

হালকা ঠাট্টা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা- কাল রাতে অস্কারের মঞ্চে ট্রাম্পকে নিয়ে সব ধরনের কথাবার্তা চলে। অস্কারজয়ীরা একযোগে মুখ খোলেন তাঁর অভিবাসন নীতির বিপক্ষে। যেভাবে তিনি নামী অভিনেত্রী মেরিল স্ট্রিপের সমালোচনা করেছেন, খোদ অনুষ্ঠানের সঞ্চালকের মুখে শোনা যায় তার বিদ্রূপ মেশানো প্রতিবাদ।

প্রেসিডেন্টপন্থীরা অবশ্য অস্কার অনুষ্ঠানকে ‘হলিউড অভিজাতদের কয়েক ঘণ্টার ট্রাম্প-হামলা’ বলে অভিহিত করেছেন। অনুষ্ঠানের শেষ মুহূর্তের হোঁচটের কথা উল্লেখ করে তাঁদের দাবি, শেষ হাসি হেসেছেন প্রেসিডেন্টই।