ওয়াশিংটন: নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসার কয়েক ঘন্টা বাকি থাকতেই ফের কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ ঘন্টায় দুবার এবং এই নিয়ে চলতি বছরে চতুর্থবার।
মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার জানিয়েছেন, তিনি দুটি দেশকে আলোচনার টেবিলে বসিয়ে কথা বলাতে অবশ্যই সাহায্য করতে আগ্রহী। দুপক্ষ ‘কোনওভাবে আমার সাহায্য পছন্দ করবে’ বলেও মন্তব্য করেন তিনি। তারা তাঁর প্রস্তাবে সহমত না হওয়ায় দুঃখ প্রকাশও করেন।
আজ রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ভাষণের আগে ট্রাম্প তাঁর সালিসির প্রস্তাব সম্পর্কে বলেন, তবে ওদের উভয়কেই এটা চাইতে হবে। ওদের মতামত এ ব্যাপারে খুবই ভিন্ন এবং আমি এতে উদ্বিগ্ন। ওই ভাষণের পরই মোদির সঙ্গে ট্রাম্পের দেখা হওয়ার কথা।
ভারত ট্রাম্পের আগের মধ্যস্থতার প্রস্তাবে প্রতিক্রিয়া দেয়নি, শুধু বলেছে, এ ব্যাপারে তার অবস্থান সবার ভাল করেই জানা। নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের শীর্ষকর্তারা ট্রাম্পের সঙ্গে মোদির আসন্ন বৈঠকের দিকে ইঙ্গিত করে সাংবাদিকদের তা হওয়া পর্যন্ত ‘অপেক্ষা করে থাকতে’ বলেন। মোদি আগের প্রস্তাবটি দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে। বলেন, ভারত ও পাকিস্তান-দুজনেই চাইলে তিনি সাহায্য করতে ইচ্ছুক। এটা জটিল ইস্যু। কিন্তু উভয়েই রাজি থাকলে আমি এ ব্যাপারে আগ্রহী।
ভারত-পাকিস্তান চাইলে কাশ্মীর প্রশ্নে মধ্যস্থতায় ইচ্ছুক, মোদির সঙ্গে বৈঠকের আগে ফের ট্রাম্প
Web Desk, ABP Ananda
Updated at:
24 Sep 2019 09:14 PM (IST)
ভারত ট্রাম্পের আগের মধ্যস্থতার প্রস্তাবে প্রতিক্রিয়া দেয়নি, শুধু বলেছে, এ ব্যাপারে তার অবস্থান সবার ভাল করেই জানা। নয়াদিল্লিতে বিদেশমন্ত্রকের শীর্ষকর্তারা ট্রাম্পের সঙ্গে মোদির আসন্ন বৈঠকের দিকে ইঙ্গিত করে সাংবাদিকদের তা হওয়া পর্যন্ত ‘অপেক্ষা করে থাকতে’ বলেন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -