নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর পাকিস্তানকে 'জঙ্গি রাষ্ট্র' বলে ঘোষণা করবেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করলেন ট্রাম্পের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও নামি ইন্দো-মার্কিন ব্যবসায়ী শলভ কুমার। তিনি জানিয়েছেন, পাকিস্তানকে 'জঙ্গি রাষ্ট্র' ঘোষণা করতে মার্কিন কংগ্রেসে যে বিল রয়েছে, তা সমর্থন করবেন নয়া প্রেসিডেন্ট। তাঁর আমলে আরও দৃঢ় হবে ভারত-মার্কিন সম্পর্ক।


শলভ কুমার জানিয়েছেন, পাকিস্তানকে 'জঙ্গি রাষ্ট্র' হিসেবে ঘোষণা করার বিলটি নয়া প্রেসিডেন্টের কাছে এসে পৌঁছলে তাতে সিলমোহর দেবেন তিনি। উরি সন্ত্রাসের প্রেক্ষিতে দুই শীর্ষস্থানীয় মার্কিন কংগ্রেস সদস্য পাকিস্তানকে 'জঙ্গি রাষ্ট্র' বলে ঘোষণা করতে চেয়ে কংগ্রেসে একটি বিল আনেন। বিলটির সমর্থনে রেকর্ডসংখ্যক স্বাক্ষর ইতিমধ্যেই অনলাইনে জমা পড়েছে। শলভ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। এই ইঙ্গিতে পরিষ্কার, সময় সুপ্রসন্ন হচ্ছে। এর ফলে ভারত ও আমেরিকা-উভয়েরই ভাল হবে।

আরও পড়ুন ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল, জানালেন নরেন্দ্র মোদী

ট্রাম্পের আমলে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা চাকরি খোয়াতে পারেন বলে যে খবর রটেছে, তা উড়িয়ে দিয়েছেন শলভ। বরং তাঁর দাবি, ট্রাম্পের আমলে মার্কিন অর্থনীতি প্রতি বছর ৪ থেকে ৫ শতাংশ হারে বাড়বে ফলে বাড়বে মার্কিন পরিষেবা ক্ষেত্রও। তার সঙ্গে পাল্লা দিয়ে আমেরিকায় ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের চাহিদাও বাড়বে বলে তাঁর ধারণা। আগামী ৪ বছরে ভারত-মার্কিন বাণিজ্যও লক্ষণীয়হারে বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি।

ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ শলভ কুমার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনাবাসী ভারতীয়দের ভোট ট্রাম্পের ঝুলিতে ফেলতে বড় ভূমিকা নেন। তাঁর মাথা থেকেই বার হয় 'আব কি বার মোদী সরকার'-এর আদলে 'আব কি বার ট্রাম্প সরকার' ক্যাচলাইন। ট্রাম্পের নির্বাচনী ফান্ডে ৬কোটি টাকা দানও করেন তিনি।