লন্ডন: অবশেষে নীরবতা ভাঙলেন বব ডিলান। নোবেল পুরস্কার গ্রহণে তাঁর সম্মতির কথা জানালেন সুইডিশ অকাদেমিকে। ডিলান জানিয়েছেন, পুরস্কার পাওয়ার কথা শুনে তিনি ‘বাকরুদ্ধ’ হয়ে যান। নোবেল পুরস্কার প্রাপ্তিকে অভাবনীয়, অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন মার্কিন গায়ক-গীতিকার। পুরস্কার ঘোষণার পর তাঁর প্রতিক্রিয়া না মেলায়, নোবেল পুরস্কার গ্রহণ নিয়ে দেখা দেয় সংশয়। প্রায় পক্ষকাল পর সেই সংশয় দূর হয়েছে। তবে ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে নিজে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করবেন কি না, তা স্পষ্ট করেননি ডিলান।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর তাঁকে নোবেল লরিয়েট হিসেবে বেছে নেওয়ার ঘোষণার পর থেকে এতদিন সুইডিশ অকাদেমির ফোনের উত্তর দেননি ডিলান। তিনি এ বিষয়ে কোনও বিবৃতিও দেননি। অকাদেমির এক সদস্য তো তাঁকে ‘অবিনয়ী ও উদ্ধত’ বলতেও কসুর করেননি।
শেষপর্যন্ত ডিলানের পুরস্কার গ্রহণ সংক্রান্ত ধোঁয়াশা কাটল।
অবশেষে নোবেল পুরস্কার গ্রহণে সম্মতি ডিলানের, বললেন, ‘আমি বাকরুদ্ধ’
ABP Ananda, web desk
Updated at:
29 Oct 2016 12:45 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -