নিউইয়র্ক: প্যান্টের পকেটে রাখা ই-সিগারেট ফেটে বিপত্তি। নিউইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে শপিং করার সময় ই-সিগারেট ফেটে পা ও হাতের একাংশ পুড়ে গেল এক ব্যক্তির।
সেন্ট্রাল সেলার্সের কর্মী জন লি বলেছেন, বুধবার সকালে ভেপারাইজার পেনটি যখন ওই ব্যক্তির পকেটে আচমকাই ফেটে যায় তখন মনে হল যে, বাজি ফাটল।
মেট্রোপলিটান ট্রান্সপোর্টেশন অথরিটির মুখপাত্র বলেছেম, জখম ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর আঘাত তেমন গুরুতর নয়। এই ঘটনায় এই ট্রানজিট হাবের ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, ইলেকট্রনিক সিগারেট ও অন্যান্য ব্যাটারি চালিত ইলেকট্রনিক ধূমপান যন্ত্রে আগুন ধরে যাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়।
গত বছর ফেডারেল ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন যাত্রীদের মালপত্রের সঙ্গে ই-সিগারেট বহন নিষিদ্ধ করেছিল।
যখন প্যান্টের পকেটে ফেটে গেল ই-সিগারেট..
ABP Ananda, web desk
Updated at:
24 Nov 2016 03:46 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -