ওয়াশিংটন: ভারতীয় বংশোদ্ভূত নিক্কি হ্যালেকে রাষ্ট্রপুঞ্জে মার্কিন দূত হিসাবে পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নিক্কির সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়েছিল তাঁর। কিন্তু সেই তাঁকেই গুরুদায়িত্ব দিলেন হোয়াইট হাউসের নতুন কর্ণধার। যার ফলে আমেরিকার ইতিহাসে শীর্ষ প্রতিষ্ঠানে ক্যাবিনেট স্তরের পদ পেলেন এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত মার্কিন।


রিপাবলিকান প্রেসিডেন্ট তাঁর প্রাক্তন কট্টর সমালোচকের প্রতি ইঙ্গিত করে বলেন, নিজের প্রদেশ ও আমাদের দেশের মঙ্গলের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতি রূপায়ণে দলমত, পরিচিতি নির্বিশেষে সবাইকে একসঙ্গে সামিল করায় গভর্নর হেলির সাফল্য পরীক্ষিত। রাষ্ট্রপুঞ্জে পরবর্তী মার্কিন দূত হিসাবে সাউথ ক্যারোলিনার গভর্নর হেলির নাম ঘোষণা করে তিনি এও বলেন, ডিলমেকার হিসাবেও ওঁর দক্ষতা প্রমাণিত। আমরা  একাধিক ডিল বা চুক্তি করার দিকে এগচ্ছি। বিশ্ব মানচিত্রে আমাদের প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে এক বিরাট নেতা হবেন তিনি।

পঞ্জাব থেকে মার্কিন মুলুকে অভিবাসী হওয়া ভারতীয় পরিবারের মেয়ে ৪৪ বছর বয়সি নিম্রতা ‘নিক্কি’ রনধাওয়া  ওরফে হেলি রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়ে খুশি বলে জানিয়েছেন। বলেছেন, দুটি কারণে নতুন দায়িত্ব গ্রহণে অনুপ্রাণিত হয়েছি। প্রথম কারণটি হল, দায়িত্ব পালনের বোধ। খোদ প্রেসিডেন্টের যখন বিশ্বাস, দেশের কল্যাণে, আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশের গুরুত্ব বাড়াতে আমি বড় অবদান, ভূমিকা পালন করতে পারি, তখন সেই দায়িত্ব পালনের ডাককে তো গুরুত্ব দিতেই হয়। দ্বিতীয়ত, গত ৬ বছরে আমরা যা কিছু অর্জন করেছি, সেজন্য এবং আমরা দারুণ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছি, এই ধারণার জন্য একটা পরিতৃপ্তি, সন্তুষ্টি বোধ। মার্কিন সেনেট তাঁর মনোনয়নে চূড়ান্ত সিলমোহর দেওয়া পর্যন্ত তিনি গভর্নর পদে থাকছেন বলে জানিয়েছেন হ্যালে।

হোয়াইট হাউসে নতুন প্রশাসনিক টিম তৈরির ক্ষেত্রেও শীর্ষপদে হ্যালেই প্রথম মহিলা যাঁকে বাছাই করলেন ট্রাম্প।

পর্যবেক্ষক মহলের বক্তব্য, মার্কিন রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূতদের ভূমিকা, গুরুত্ব যেভাবে দিনদিন বাড়ছে, তাতে হ্যালের মনোনয়ন নতুন মাত্রা যোগ করতে চলেছে।

প্র্রসঙ্গত, প্রাথমিক প্রচারপর্বে ট্রাম্পের প্রবল সমালোচনা করতে শোনা গিয়েছিল হ্যালেকে। তিনি প্রাইমারি স্তরে ট্রাম্প নয়, সমর্থন করেছিলেন সেনেটর মার্কো রুবিওকে। যদিও পরবর্তী পর্যায়ে অবস্থান বদলে ট্রাম্পকেই ভোট দেবেন বলে জানান হ্যালে।