কুইটো: ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭।
ভারতীয় সময় অনুসারে, বুধবার দুপুর দে়ড়টা নাগাদ এই কম্পন হয়। উৎসস্থল ছিল রাজধানী কুইটো থেকে উত্তর পশ্চিম দিকে ১৩৬ কিলোমিটার দূরে মানাবি অঞলে। ভূগর্ভের ৩২ কিলোমিটার গভীরে কম্পন হয়।
তবে এদিন ভূমিকম্প হলেও, সুনামির সতর্কতা জারি হয়নি। বিদ্যুৎ বিপর্যয় ছাড়া আর কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া কুইটোর মানুষকে আশ্বস্ত করে বলেছেন, যাঁরা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে চলে এসেছেন, তাঁরা ফিরে যেতে পারেন। তিনি এই কম্পনকে আফটার শক বলে বর্ণনা করেছেন।
গত মাসে ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৬৬১ জনের মৃত্যু হয়েছে। ২৮,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। এখনও সেই আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারেননি লাতিন আমেরিকার এই দেশটির মানুষ। তার মধ্যেই নতুন করে কম্পনে আতঙ্ক বেড়েছে।
ইকুয়েডরে ফের ভূমিকম্প, মাত্রা ৬.৭
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 01:10 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -