স্বামী ফের বিয়ে করে হনিমুনে, বাড়িতে আগুন স্ত্রীর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 May 2016 10:49 AM (IST)
দুবাই: স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়েই বাড়িতে আগুন লাগালেন স্ত্রী! দশ বছর বিয়ে হয়েছে। ৬টি সন্তানও আছে। এরপরও স্বামী নিজেই মোবাইলে মেসেজ পাঠিয়ে জানিয়েছেন, তিনি আবার বিয়ে করেছেন। নতুন স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে যাচ্ছেন। এমন ‘সুসংবাদ’ শুনে কোন স্ত্রী-রই বা মাথা ঠিক থাকতে পারে! গালফ নিউজ-এর খবর, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জাজান বন্দর শহরে নিজেদের বাড়িতেই আগুন লাগান তিনি। তবে সম্বিত্ ফিরে যখন দেখেন, নিজের মাথার ওপর ছাদটাই ভস্মীভূত হচ্ছে, বুঝতে পারেন, কী ভুল করলেন, তখন চিত্কার করে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করেন। সৌদি সংবাদ ওয়েবসাইট আল সাদা-র খবর, শেষমেষ ছুটে আসে দমকল। আগুনে পাঁচ বছরের একটি শিশু জখম হয়েছে বলে জানিয়েছেন এক দমকল অফিসার। পুলিশি তদন্ত শুরু হয়েছে।