নিউইয়র্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর এবং অশ্লীল ছবি সরিয়ে দেওয়ার নয়া নিয়ম চালু হয়েছে। তার জন্যে একধরনের প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। কিন্তু কৃত্রিম এই প্রযুক্তি সবসময় ততটা ভাল হয়ও না।তার প্রমাণ, সম্প্রতি এক মহিলা ইন্সটাগ্রামে একটি কেক-এর ছবি পোস্ট করেছিলেন। কিন্ত কেক-এর ছবিটিকে স্তন ভেবে গুলিয়ে ফেলে ইন্সটাগ্রামের অশ্লীল ছবি খুঁজে বের করার কৃত্রিম এই প্রযুক্তিটি।




ব্রিটেনের এক মহিলার নাম সু মোসেলে। তাঁর মেয়ে ইস্টার স্যাটার ডে-র জন্যে ঐতিহ্যবাহী সিমনেল কেক বানিয়ে ছিলেন। মেয়ের বানানো কেকটি মা ইন্সটাগ্রামে পোস্ট করেন। তারপর ফের যখন তিনি ইন্সটাগ্রামে লগ ইন করতে যান, তখন এই সোশ্যাল মিডিয়ার তরফে জানানো হয় তাঁর অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। কারণ তিনি খোলা স্তনের ছবি পোস্ট করেছেন। পরে অবশ্য ইন্সটাগ্রাম তাঁদের ভুল বুঝতে পারেন।