মার্কিন ইউনিভার্সিটি চত্বরে বন্দুকবাজের হামলা, জখম ৮
ABP Ananda, web desk | 28 Nov 2016 11:41 PM (IST)
শিকাগো: ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল শিকাগোর ওহায়ো স্টেট ইউনিভার্সিটি। এক বন্দুকবাজের হামলায় আহত অন্ততপক্ষে ৮ জন। এদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক। ২জন আহত স্থিতিশীল। এই ঘটনার জেরে ইউনিভার্সিটির কলম্বাস ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। ওহায়ো আমেরিকার অন্যতম বড় ইউনিভার্সিটি। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসকে নিরাপদ ঘোষণা করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন বন্দুকবাজকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে।