ইসলামাবাদ: যত দ্রুত সম্ভব দেশের মধ্যে অপারেট করতে থাকা সন্ত্রাসবাদীদের খতম করতে হবে। পাকিস্তানকে ঠিক এই ভাষাতেই জানাল মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে সন্ত্রাসদমনে আমেরিকাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।


সম্প্রতি, সন্ত্রাস-প্রসঙ্গে পাকিস্তানকে তুমুল আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার অব্যবহিত পাক-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা আসে। এই প্রেক্ষাপটেই পাক সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসন।


এদিন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অংশীদারিত্ব, অর্থনৈতিক সম্পর্কের বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়, এদিন পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা পুনরায় পেশ করেছেন বিদেশসচিব।


দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রীকে টিলারসন বলেছেন, সেদেশের ভূখণ্ড থেকে অপারেট করা জঙ্গি ও সন্ত্রাসবাদীদের নির্মূল করতে পাকিস্তানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এই প্রেক্ষিতে, ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া নীতি সবিস্তারে পাক শীর্ষ নেতত্বের সামনে তুলে ধরেন টিলারসন।


মার্কিন দূতাবাসের দাবি, বৈঠকে টিলারসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। আব্বাসি বলেন, আমেরিকা নিশ্চিত থাকতে পারে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশেই থাকবে পাকিস্তান। আব্বাসি দাবি করেন, সন্ত্রাসের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই পাকিস্তানই করছে।


মার্কিন বিদেশসচিবকে আব্বাসির আশ্বাস, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর পাকিস্তান। তিনি জানান, এই লড়াইয়ে পাকিস্তান প্রভূত ফল পেয়েছে। তারা এই লড়াই জারি রাখবে।