ওয়াশিংটন: ভারতকে প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ২২টি নিরস্ত্র ‘সি গার্ডিয়ান’ ড্রোন বিক্রি করার চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদী মার্কিন প্রশাসন।


গত ২৬ জুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শীর্ষস্তরের বৈঠকে এই ড্রোন বিক্রি করার কথা ঘোষণা করা হয়েছিল। এদিন এক শীর্ষস্থানীয় মার্কিন আধিকারিক জানান, ভারতকে ২২টি অত্যাধুনিক চালকবিহীন বিমান বিক্রি করার বিষয়ে আশাবাদী।


সম্প্রতি, ভারতকে কৌশলগত সামরিক সহযোগী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার অব্যবহিত পরে, এটিই প্রথম বড় চুক্তি, যা ওয়াশিংটনের তরফে ঘোষণা করা হল। মোট চুক্তির মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এর ফলে, আমেরিকায় ২ হাজার চাকরি তৈরি হবে বলে অনুমান।


ওই আধিরকারিক জানান, এই ড্রোন হাতে পেলে, ভারতের নৌসেনার শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে, নজরদারি ক্ষমতা বাড়বে ভারতের। তাঁর মতে, এধরনের উচ্চ-প্রযুক্তির সামরাস্ত্র বিক্রির সময় অধিকাংশ ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধার জন্য প্রক্রিয়া বিলম্ব হয়। যেহেতু ভারত এখন সামরিক সহযোগী রাষ্ট্র, তাই চুক্তির প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন করা যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও যোগ করেন তিনি।


জেনারেল অ্যাটোমিক্স-এর মুখ্য কার্যনির্বাহী বিবেক লালের মতে, সি গার্ডিয়ান ড্রোনের বিক্রি ভারত-মার্কিন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতায় এক দৃঢ় পদক্ষেপ। তবে, সংস্থার তৈরি অস্ত্রে-সজ্জিত প্রিডেটর সি ড্রোন কেনার বিষয়ে ভারতের সঙ্গে কথা হয়নি বলে যোগ করেন তিনি।