ইসলামাবাদ: পাকিস্তানের সঙ্গে তুরস্কের বহুদিনের দারুণ সম্পর্ক। তাই প্রত্যাশিত ভাবেই দু দিনের পাকিস্তান সফরে এসে কাশ্মীর ইস্যু তুলে সেখানকার হিংসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এর্ডোগান। কাশ্মীর সমস্যা সমাধানে সহযোগিতার প্রস্তাবও দিয়েছেন তিনি, যদিও এর্ডোগান মনে করেন যে, সমাধানসূত্র রয়েছে ভারত, পাকিস্তানের আলোচনার মধ্যেই।
পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে এরডোগান বলেন, কাশ্মীরের ঘটনাবলী আমাদের বিবেককে এখনও আঘাত দেয়। কাশ্মীরী ভাইবোনেদের যন্ত্রনা, কষ্টের ব্যাপারে আমরা সম্যক অবহিত। সেখানে উত্তেজনা বাড়তে থাকায় আমরা গভীর উদ্বিগ্ন। এও বলেন, কাশ্মীরের পরিস্থিতি ফের দেখিয়ে দিচ্ছে, সমস্যার সমাধান হওয়া কতটা জরুরি, গুরুত্বপূর্ণ।
পাক পার্লামেন্টের যৌথ অধিবেশনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। যোগ দেন পঞ্জাব, সিন্ধ সহ বেশ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীরাও।
এর্ডোগান বলেন, আইন ও ন্যায়ের মাপকাঠিতে কাশ্মীর সমস্যার রাজনৈতিক, মানবিক দিকও আছে, সুতরাং এর সমাধানে আরও উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।
নওয়াজ শরিফের সঙ্গে বিস্তারিত আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠকেও তিনি জানান, কাশ্মীর পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমবর্ধমান উত্তেজনার জেরে কাশ্মীরে আমাদের ভাই, বোনেরা যন্ত্রণা পাচ্ছেন, যা উপেক্ষা করা যায় না। তবে তিনি সমাধানে আলোচনার ওপর গুরুত্ব দেন।
‘কাশ্মীরী ভাইবোনেদের যন্ত্রণা’য় উদ্বেগ পাকিস্তান সফরে আসা তুরস্কের প্রেসিডেন্টের
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2016 09:36 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -