খয়েরপুর জেলার কুম্বে সম্প্রতি ধর্মস্থানে আক্রমণের পর চম্পট দেয় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। অচেনা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করতে পুলিশের দ্বারস্থ হয়েছেন এলাকার সংখ্যালঘুরা। শহরে তাঁরা প্রতিবাদ মিছিলও করেন বলে খবর সামা টিভি-র। যেহেতু আক্রান্ত ধর্মস্থান ঘিরে রয়েছে তাঁদের বাড়িঘর, সেজন্য ভয়ের কিছু নেই বলে মনে করে সেখানে কোনও কেয়ারটেকার রাখেননি তাঁরা।
পাকিস্তান হিন্দু কাউন্সিলের উপদেষ্টা রাজেশ কুমার হরদাসানি দেশের সংখ্যালঘু ধর্মস্থানগুলির সুরক্ষায় বিশেষ টাস্ক ফোর্স গঠনের দাবি করেছেন। বলেছেন, ঘটনাটি তাঁদের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করতেই এ ধরনের হামলা চালানো হয়। হামলাকারীদের সন্ধানে পুলিশ অভিযান চালাচ্ছে খবর, যদিও কেউ ধরা পড়েনি। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী বা ব্যক্তিও হামলার দায় স্বীকার করেনি। ২২ কোটি মানুষের সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে সংখ্যালঘু হিন্দু প্রায় ২ শতাংশ, তাঁদের বেশিরভাগই থাকেন সিন্ধ প্রদেশে। প্রায়ই তাঁরা সন্ত্রাসবাদী হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেন।