নিউ ইয়র্ক: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকেই সংস্থার সিইও পদ থেকে সরিয়ে দিতে চাইছেন শেয়ারহোল্ডাররা। ২০১২ থেকে ফেসবুকের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য জুকারবার্গ। কিন্তু এবার তাঁকে সরিয়ে দিতে চেয়ে ৩ লক্ষ ৩৩ হাজার আবেদন জমা পড়েছে। ফলে হয়তো সরে যেতে হবে বিশ্বের জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্ক সাইটের প্রতিষ্ঠাতাকেই।


ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বিভ্রান্তিকর খবর, সেন্সরশিপ এবং বিদ্বেষমূলক মন্তব্যকে উৎসাহ দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া নীতি এবং বিষয়বস্তু সংক্রান্ত কর্মপন্থার সঙ্গে আপস করার অভিযোগও রয়েছে। সেই কারণেই জুকারবার্গকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন এত মানুষ।