পাকিস্তানের বালুচিস্তানে শক্তিশালী ভূমিকম্প
ABP Ananda, web desk | 08 Feb 2017 04:06 PM (IST)
ইসলামাবাদ: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। আজ স্থানীয় সময় ভোর তিনটে নাগাদ রিখটার স্কেলে ৬.৬ মাত্রার এই ভূমিকম্পের ফলে তীব্র আতঙ্ক ছড়ায়। বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসে লোকজন। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উত্স ছিল প্রাদেশিক রাজধানী পাসনির ২০ কিমি দক্ষিণ-পশ্চিমে মাটির ২৫.৯ কিমি গভীরে। এখনও পর্যন্ত জীবন ও সম্পত্তিহানির কোনও খবর পাওয়া যায়নি বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, দুদিন আগেই উত্তর ভারতে মাঝারি মাপের ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ৫.৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল দিল্লিতেও। গতকাল উত্তরাখণ্ডে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়।