ওয়াশিংটন: পাকিস্তানে আটক হওয়া ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার জন্য ইমরান খান সরকারের কাছে আর্জি জানালেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকর আলি ভুট্টোর নাতনি ফতিমা ভুট্টো। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে লিখেছেন, ‘আমি ও আরও বহু তরুণ পাকিস্তানি আমাদের দেশে আটক হওয়া ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছি। আমরা চাই শান্তি, মানবতা ও মর্যাদার প্রতি আমাদের দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হোক। আমরা সারাজীবন যুদ্ধ করেছি। আমি পাকিস্তানি সেনাদের মৃত্যু দেখতে চাই না। আমি ভারতীয় সেনাদেরও মৃত্যু দেখতে চাই না। আমাদের উপমহাদেশ অনাথদের হতে পারে না। আমাদের প্রজন্মের পাকিস্তানিরা বাক্ স্বাধীনতার অধিকারের জন্য লড়াই করেছে। আমরা শান্তির জন্য মুখ খুলতে ভয় পাই না।’
ফতিমা আরও লিখেছেন, ‘আমাদের দেশে একনায়কতন্ত্র ও সন্ত্রাসবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের প্রজন্মের পাকিস্তানিরা কোনওভাবেই যুদ্ধ চায় না। আমি কোনওদিন দেখিনি আমার দেশের সঙ্গে প্রতিবেশীদের শান্তি বজায় আছে। কিন্তু এর আগে আমি কোনওদিন দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ দেখিনি।’
পাকিস্তানে আটক ভারতীয় পাইলটের মুক্তি চাইলেন ফতিমা ভুট্টো
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2019 02:58 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -