কোস্টা মেসা (ক্যালিফোর্নিয়া): মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের অন্যতম পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভা শেষে তাঁর সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কোস্টা মেসা। পুলিশ ও ট্রাম্পের সমর্থকদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। কয়েকজন আহতও হয়েছেন। পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অংশের প্রাথমিক নির্বাচনে সাফল্য পাওয়ার এবার অরেঞ্জ কাউন্টিতে প্রচার শুরু করেছেন ট্রাম্প। দেশের অন্যান্য জায়গার মতোই এখানেও তাঁর সভায় ব্যাপক ভিড় হয়। ১৮,০০০ আসনের প্রেক্ষাগৃহ কানায় কানায় ভর্তি ছিল। কিন্তু এই সভা শেষেই গোলমাল ছড়িয়ে পড়ে।
প্যাসিফিক অ্যাম্পিথিয়েটারে এই সভা শুরুর আগে থেকেই বিরোধীরা জড়ো হয়েছিলেন। প্রথমদিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও, সভা শেষ হওয়ার পরেই পরিস্থিতি বদলে যায়। মেক্সিকোর জাতীয় পতাকা হাতে নিয়ে এক ট্রাম্প-বিরোধী স্লোগান দিতে শুরু করেন। বেনি স্যান্ডার্সের সমর্থক সাত মহিলা বিবস্ত্র হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিন ঘণ্টা ধরে দুদলের বচসা, খণ্ডযুদ্ধ চলে। শেষপর্যন্ত ঘোড়সওয়ার পুলিশ এবং দাঙ্গাদমন বাহিনীর চেষ্টায় জনতাকে ছত্রভঙ্গ করা সম্ভব হয়।
ট্রাম্পের সভা শেষে খণ্ডযুদ্ধ, গ্রেফতার ২০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 01:24 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -