তাজমহল দেখতে না পারা হতাশা এখনও যায়নি ওবামার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2016 12:10 PM (IST)
NEXT
PREV
ওয়াশিংটন: ভারত সফরে এসেও তাজমহল দর্শন করতে না পেরে হতাশ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর এই হতাশার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট।
গত বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সস্ত্রীক ওবামা। তাঁদের আগ্রায় যাওয়ার কথা ছিল। কিন্তু সৌদি আরবের রাজা আবদুল্লার মৃত্যু হওয়ায় রাজপরিবারকে সমবেদনা জানাতে চলে যান ওবামা। ফলে তাঁর আর তাজমহল দর্শন হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে তাজমহল দর্শন করার ইচ্ছা ছিল ওবামার। কিন্তু তাঁর সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। কারণ, আপাতত ওবামার ভারত সফরের কোনও কর্মসূচি নেই। কিছুদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। ফলে তাজ দর্শন না হওয়ার হতাশা নিয়েই সরে যেতে হবে ওবামাকে।
ওয়াশিংটন: ভারত সফরে এসেও তাজমহল দর্শন করতে না পেরে হতাশ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর এই হতাশার কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট।
গত বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সস্ত্রীক ওবামা। তাঁদের আগ্রায় যাওয়ার কথা ছিল। কিন্তু সৌদি আরবের রাজা আবদুল্লার মৃত্যু হওয়ায় রাজপরিবারকে সমবেদনা জানাতে চলে যান ওবামা। ফলে তাঁর আর তাজমহল দর্শন হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে তাজমহল দর্শন করার ইচ্ছা ছিল ওবামার। কিন্তু তাঁর সেই ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। কারণ, আপাতত ওবামার ভারত সফরের কোনও কর্মসূচি নেই। কিছুদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। ফলে তাজ দর্শন না হওয়ার হতাশা নিয়েই সরে যেতে হবে ওবামাকে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -