করাচি: ইসলামের অধ্যয়নে নিজেকে সঁপে দিতে চান বীনা মালিক। সাংবাদিক সম্মেলন করে জানালেন এক সময়ের মডেল তথা রুপোলি পর্দার অভিনেত্রী। জামিয়া বিনোরিয়া মাদ্রাসার মুফতি নঈমের কাছে ইসলামের পাঠ নেবেন তিনি। ৩২ বছরের বীনা জানিয়েছেন, তাঁর বাচ্চারাও যাতে ইসলামের শিক্ষা নেয়, সেটা সুনিশ্চিত করবেন তিনি।

 

গত কয়েক বছর বিদেশে কাটানোর পর কেন বীনা ধর্মের দিকে ঝুঁকলেন, তা নিয়ে বিস্ময়, কৌতূহল তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ভারতীয় টিভি শো ‘বিগ বস’-এ যোগ দেওয়ায় ২০১১ সালে তাঁর প্রবল সমালোচনা করেছিলেন পাকিস্তানের ধর্মীয় মাথারা। মুফতি আবদুল কাউয়ি টিভি-তে বলেছিলেন, পাকিস্তান, ইসলামকে অপমান করেছ তুমি! ২০১১-তেই একটি ম্যাগাজিনের কভারে ছবি বেরনোর জন্যও তাঁর কড়া নিন্দা হয়েছিল।

 

ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া সম্পর্কে বীনা স্বামীকে পাশে নিয়ে বলেছেন, আমেরিকায় দু বছর থাকাকালে জুনেইদ জামশেদ সাহেবের কথামতো প্রচুর সাহিত্য পড়েছি। কিছুদিন আগে আমার জীবনে বড় সঙ্কট এসেছিল। বড়রা সাবধান করে দিয়ে বলেন, এমন সময় সঠিক পথে থাকা খুবই কঠিন। এবং বাস্তবেও গত তিন বছরে আমি অনেকবারই বেপথু হতে প্রলুব্ধ হয়েছিলাম। কিন্তু ভাগ্য ভাল যে, মুফতি নঈম, মৌলানা তারিক জামিল, জুনেইদ জামসেদের মতো মানুষকে পেয়েছি যাঁরা আমাকে ঠিক রাস্তা দেখাতে পারেন।