রোম: ইজরায়েল সফরে গিয়ে দিন কয়েক আগেই প্রকাশ্যে দেখা গিয়েছিল রেড কার্পেটে হাঁটার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখনই তাঁর স্ত্রী মেলানিয়ার হাত ধরতে যান, মেলানিয়া ঝটকা দিয়ে হাত সরিয়ে দেন। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রোমে। বিমান সবে রোমের বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান থেকে নামছেন মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি। সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে হাত নাড়িয়ে, ফের স্ত্রীর হাত ধরতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

আর ঠিক তখনই চুল ঠিক করার অছিলায় ফের স্বামীর হাত সরিয়ে দিলেন মেলানিয়া। যদিও পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন ডোনাল্ড, কিন্তু ক্যামেরাবন্দি হয়ে যায় সেইমুহূর্ত। এইমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও সেই ভিডিও।



একই ধরনের ঘটনা ঘটেছিল ইজরায়েল সফরেও

ট্রাম্প গেলেন হাত ধরতে, সক্কলের সামনে ঝটকা দিয়ে সরিয়ে দিলেন মেলানিয়া