ওয়াশিংটন: মূল নির্বাচনে কী ফলাফল বের হবে, তা জানার জন্য আরও ২৪-ঘণ্টা অপেক্ষা করতে হবে। এমনকী, দেশব্যাপী সমীক্ষাতেও পিছিয়ে তিনি। কিন্তু ইন্টারনেটের দুনিয়ায় প্রধান প্রতিদ্বন্দ্বী তথা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।


এই সংক্রান্ত আরও খবর:


আজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, শেষ মুহূর্তে সমর্থন বাড়ানোর দৌড়ে ট্রাম্প-হিলারি


ট্রাম্পের জয় চেয়ে মুম্বইয়ের মন্দিরে প্রার্থনা, যজ্ঞ


জানা গিয়েছে, সাম্প্রতিককালে মার্কিন মুলুকে হিলারিকে ‘গুগল সার্চ’-এ পিছনে ফেলে দিয়েছেন ট্রাম্প। মার্কিন তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল-এর প্রকাশিত তথ্য বলছে, গতকাল পর্যন্ত ফ্লোরিডা ও ওয়াশিংটন সহ দেশের মোট ৩৮টি প্রদেশে গুগল সার্চ-এ জিতছিলেন মার্কিন ধনকুবের।


এই সংক্রান্ত আরও খবর:


৫০০ মার্কিনকে ছাঁটাই করেছে আইবিএম, চাকরি দিয়েছে ভারতীয়দের: ডোনাল্ড ট্রাম্প


গুগল আরও জানিয়েছে, অভিবাসী প্রসঙ্গে ট্রাম্প কী বলেছেন, সেটাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খোঁজ করেছেন। পাশাপাশি, ট্রাম্প-সম্পর্কিত আরও সার্চের মধ্যে জায়গা পেয়েছে গর্ভপাত, আইসিস, অর্থনীতি ও বর্ণবৈষম্যের মতো ইস্যুগুলিও।


এই সংক্রান্ত আরও খবর:


বন্দুকবাজের আতঙ্ক, মঞ্চ থেকে সরানো হল ট্রাম্পকে


টানটান হোয়াইট হাউসের লড়াই, এই প্রথম হিলারিকে পিছনে ফেললেন ট্রাম্প


এক বিশেষজ্ঞের মতে, ট্রাম্পকে নিয়ে মানুষের জানার ইচ্ছার শেষ নেই। মানুষ ওর সম্পর্কে আরও বেশি জানতে চায়। গত ৪৮-ঘণ্টার গুগল সার্চের হিসেবই বলে দিচ্ছে, ভোট দেওয়ার আগে মানুষ ট্রাম্পের সম্পর্কে ভাল করে জেনে নিতে চান।


তবে, ট্রাম্পের সম্পর্কে জানা মানেই যে ভোটবাক্সে তার প্রতিফলন ঘটবে, এমনটা মানতে নারাজ বিশেষজ্ঞ মহল।