ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বছরে ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারের লোকজনকে উপহারে ভরিয়ে দিয়েছেন বিদেশি রাষ্ট্রনায়করা। এই তালিকার শীর্ষে চিন ও সৌদি আরব। মার্কিন বিদেশ দফতর সূত্রে এমনই জানা গিয়েছে। সব উপহারই রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগ্রহশালায়।

উপহারের যে তালিকা পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে, ২০১৭ সালে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে সবচেয়ে দামী উপহার দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর দেওয়া উপহারগুলির মধ্যে ছিল ১৪,৪০০ মার্কিন ডলারের অর্নেট ক্যালিগ্রাফি ডিসপ্লে ও উপহারের বাক্স এবং ১৬,২৫০ মার্কিন ডলারের পোর্সেলিনের ডিনার সেট। এই ডিনার সেটে থাকা প্লেটগুলিতে ট্রাম্পের ব্যক্তিগত রিসর্টের ছবি আছে।

আরব দেশগুলিও ট্রাম্পকে উপহার দিতে কার্পণ্য করেনি। সৌদি আরবের রাজা সলমন দিয়েছেন ৬,৪০০ মার্কিন ডলার মূল্যের চুনি ও পান্নার নেকলেস। বাহরিনের যুবরাজ দিয়েছেন ৪,৮৫০ মার্কিন ডলারের গোল্ড-প্লেটেড যুদ্ধবিমানের মডেল। আবু ধাবির যুবরাজের দেওয়া উপহার হল ৩,৭০০ মার্কিন ডলার মূল্যের তিনটি ওরিক্সের (আফ্রিকার কৃষ্ণসার হরিণ) ব্রোঞ্জ মূর্তি। কুয়েতের আমির দিয়েছেন ১,৬১০ মার্কিন ডলারের গোল্ড-প্লেটেড কুয়েতি মুদ্রার সেট। ওমানের উপ প্রধানমন্ত্রী দিয়েছেন সরীসৃপের চামড়া দিয়ে তৈরি বাক্সে রাজকীয় সুগন্ধী। ইজরায়েল, প্যালেস্তাইন, জার্মানি, ফ্রান্স, কানাডা সহ আরও অনেক দেশের পক্ষ থেকেই ট্রাম্পকে উপহার দেওয়া হয়েছে।