বেজিং: মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স যে সংশোধিত প্রস্তাব পেশ করেছিল, তাতে আপত্তির কিছু দেখেনি বলেই এবার মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় বাধা দেয়নি বলে জানাল চিন। তবে এরপরেও সন্ত্রাসবাদ মোকাবিলায় উল্লেখযোগ্য অবদানের দাবি করে পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে চিন।
আজ সাংবাদিক বৈঠকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং জানিয়েছেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে গঠনমূলক ও দায়িত্ববান দেশ হিসেবে আলোচনা চালিয়ে গিয়েছে চিন। সম্প্রতি সংশ্লিষ্ট দেশগুলি তাদের সংশোধিত প্রস্তাব ফের পেশ করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আল কায়দা নিষেধাজ্ঞা কমিটিতে। সেই সংশোধিত প্রস্তাব খতিয়ে দেখে এবং সংশ্লিষ্ট দেশগুলির মতামত শুনে চিনের মনে হয়েছে, নিষেধাজ্ঞা জারিতে কোনও আপত্তি নেই।’
শুয়াং আরও জানিয়েছেন, ‘এই বিষয়টির উপযুক্ত সমাধান ফের দেখিয়ে দিল, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের রাষ্ট্রপুঞ্জের নিয়ম ও প্রক্রিয়া মেনে চলতে হবে, পারস্পরিক সম্মানের নীতি মেনে চলতে হবে, মতবিরোধ দূর করতে হবে, আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়তে হবে এবং রাজনীতিকরণ চলবে না।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সংশোধিত প্রস্তাবে আপত্তির কিছু ছিল না, মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা প্রসঙ্গে চিন
Web Desk, ABP Ananda
Updated at:
01 May 2019 08:22 PM (IST)
তবে এরপরেও সন্ত্রাসবাদ মোকাবিলায় উল্লেখযোগ্য অবদানের দাবি করে পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে চিন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -