জেরুজালেম: ইজরায়েলের জেরুজালেমে জঙ্গিহানা। বার্লিন ও নিসের কায়দায় ভরা শহরে লরি নিয়ে ঢুকে পথচারীদের পিষে দিল সন্দেহভাজন জঙ্গি। ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের। গুরুতর জখম ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলি করে মারা হয়েছে জঙ্গিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের রাস্তায় সেনাবাহিনীতে যোগ দেওয়া নতুন জওয়ানদের নিয়ে রুটমার্চ চলছিল। সেইসময়ই ঘাতক ট্রাকটি ঢুকে পড়ে।
এক প্রত্যক্ষদর্শী জানান, জওয়ানরা যখন বাস থেকে নামছিলেন, ঠিক সেই সময়ে উল্টোদিক থেকে লরি ঢুকিয়ে দেয় আততায়ী। জানা গিয়েছে, আততায়ী প্যালেস্তিনীয়। বাড়ি পূর্ব জেরুজালেমের জাবাল মুকাবের এলাকায়। ২০১৫ সালের অক্টোবর থেকে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় ২৪৭ প্যালেস্তিনীয়, ৪০ ইজরায়েলি, ২ মার্কিন ও একজন করে জর্ডানিয়ান, এরিট্রিয়ান এবং সুদানিজের মৃত্যু হয়েছে।
গতমাসেই জার্মানির বার্লিনে একই কায়দায় হামলা হয়েছিল। প্রাণ হারিয়েছিলেন ১২ জন। গত ১৪ জুলাই ফ্রান্সের নিসেও একইভাবে হামলা চালায় এক জঙ্গি। বাস্তিল দুর্গের পতন উপলক্ষে অনুষ্ঠানের ভিড়ে ট্রাক নিয়ে ঢুকে পড়ে সে। পিষে মারে বহু শিশু সহ ৮৪ জনকে। আহত হন অন্তত ১২০ জন।
জেরুজালেমে জঙ্গিহানা, মৃত্যু ৪ ইজরায়েলি সেনার
Web Desk, ABP Ananda
Updated at:
08 Jan 2017 07:31 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -