প্যারিস: বন্যার জেরে বিপর্যস্ত ইউরোপের তিন দেশ জার্মানি, ফ্রান্স ও রোমানিয়া। জার্মানিতে এখনও পর্যন্ত মৃত অন্তত ১০ জন। ফ্রান্স ও রোমানিয়ায় ২ জন করে মারা গিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফরাসি সরকার।
জার্মানির বাদেন-উয়েরটেমবার্গ প্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। দেশের অন্যত্র ৬ জন মারা গিয়েছেন। বন্যার জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিমা সংস্থাগুলির প্রাথমিক হিসেবে, শুধু বাদেন-উয়েরটেমবার্গেই অন্তত ৫০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে।
ফ্রান্সেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সিন নদীর জল ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় বইছে। অনেক জায়গাতেই জলের তোড়ে বাড়িঘর ভেঙে গিয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন।
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছেন, প্যারিসের দক্ষিণ দিকে অন্তত ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। আরও দু সপ্তাহ বন্যা চলবে বলে আশঙ্কা করছে সরকার। বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়াম সহ প্যারিসের বেশ কয়েকটি জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে।
প্যারিসের মেয়র অ্যানা হিদালগোর নির্দেশে শহরের বেশ কয়েকটি পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জিমন্যাশিয়ামগুলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের আশ্রয় দেওয়া হচ্ছে। আবহাওয়া দফতর এখনই পরিস্থিতির উন্নতি হওয়ার আশা দিতে পারছে না। ফলে আতঙ্ক ছড়িয়েছে প্যারিসে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বন্যায় জার্মানিতে মৃত ১০, ফ্রান্সে ‘জরুরি অবস্থা’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2016 10:51 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -