রিও ডি জেনেইরো: অনেকটা জায়গাজুড়ে দাঁড়িয়ে অনুপম অট্টালিকা। সেখানে রয়েছে বিশাল পুল, ফুটবল খেলার মাঠ, চ্যাপেল, মেডিক্যাল সেন্টার ও উন্মুক্ত লন। ব্রাজিলের স্থপতি অক্সার নেইমায়ের নকশায় ব্রাসিলিয়ায় গড়ে উঠেছে সে দেশের প্রেসিডেন্টের বাসভবন। নাম আলভোডরা (ভোর)। এই প্রাসাদেই নাকি ভূতের উপদ্রব! এমনই দাবি করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট মিচেল টেমের। এর এর জেরেই তিনি প্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছেন। টেমেরের দাবি ঘিরে সমগ্র ব্রাজিলেই চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি সপ্তাহেই রাজনৈতিক মহলকে চমকে গিয়ে প্রাক্তন বিউটি কুইন তথা স্ত্রী মার্সেলাকে সঙ্গে নিয়ে প্রাসাদ ছেড়েছেন টেমের। স্ত্রী ও সাত বছরের সন্তানকে নিয়ে প্রেসিডেন্ট ফিরে এসেছেন অপেক্ষাকৃত ছোট ভাইস প্রেসিডেন্টের বাসভবনে।
৭৬ বছরের টেমের ও তাঁর ৩৩ বছরের স্ত্রী আলভোডারাকে ভূতুড়ে বলে মনে করছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রেসিডেন্ট বলেছেন, আমার ওখানে অদ্ভূত কিছু মনে হয়েছে। প্রথম রাত থেকেই আমি ঘুমোতে পারিনি। কেমন যেন গা ছমছম করে। ওখানে যে শক্তি রয়েছে তা শুভ নয়।
টেমের বলেছেন, তাঁর স্ত্রীও এমনটাই মনে করেন। শুধুমাত্র তাঁদের সাত বছরের সন্তান মিচেলজিনহো কোনও অভিযোগ করেনি। সে প্রাসাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াত।
প্রেসিডেন্ট বলেছেন, তাঁদের মনে হয়েছে যে, সেখানে কী ভূত রয়েছে?
জানা গিয়েছে, মার্সেলা ওঝা ডেকে ‘ক্ষতিকারক শক্তি’কে তাড়াতে চেয়েছিলেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি।
এরপরই ওই বিলাসবহুল প্রাসাদ ছেড়ে জাবুরু প্রাসাদে উঠে এসেছেন টেমের।
গত বছর প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ইমপিচমেন্টের আগে পর্যন্ত জাবুরু প্রাসাদেই থাকতেন তখনকার ভাইস প্রেসিডেন্ট টেমের। দিলমার ইমপিচমেন্টের পর স্বাভাবিকবাভেই প্রেসিডেন্ট হয়েছেন তিনি। কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদে এখনও কেউ নিযুক্ত হননি। ফলে তাঁর পুরানো বাসভবনে ফিরতে কোনও অসুবিধা হয়নি প্রেসিডেন্টের।
‘ভূতের উপদ্রবে' প্রাসাদ-ছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট!
ABP Ananda, web desk
Updated at:
12 Mar 2017 11:39 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -