ইসলামাবাদ: অবশেষে পাকিস্তানের জাতীয় সংসদে পাশ হয়ে গেল ঐতিহাসিক হিন্দু বিবাহ বিল। মানবাধিকার সংক্রান্ত মন্ত্রী কামরান মাইকেল জাতীয় সংসদে এই বিল পেশ করেন। সেটি পাশ হয়ে গিয়েছে। ফলে হিন্দু মেয়েরা বিয়ের প্রমাণ হিসেবে নথি দেখাতে পারবেন।


গত বছরের সেপ্টেম্বরেও এই বিল পাশ হয়েছিল। কিন্তু গত মাসে সেনেটে পাশ করার সময় বিলটিতে কিছু বদল করা হয়। সেই কারণেই সংসদে দ্বিতীয়বার বিলটি পাশ করতে হল। বিলটি পাশ হওয়ার ফলে হিন্দুরা বিয়ের অধিকার পাবেন।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানোর আগে সংসদের দুই কক্ষে পাশ করার জন্য বিলে একইরকম শব্দ থাকা দরকার। বিল পাশ হওয়ার পর এবার সেটি প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই হিন্দু বিবাহ আইন কার্যকর হবে।

মুসলিম বিয়েতে যেমন ‘নিকাহনামা’ থাকে, তেমনই ‘শাদি পরথ’ নামে এই নথিতে আটটি কলম থাকবে। বিয়ের তারিখ, পাত্র-পাত্রীর নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ যাবতীয় তথ্য লেখার জায়গায় জায়গা থাকবে। একজন ব্রাহ্মণকে এই বিবাহ নথিতে সই করতে হবে। সংশ্লিষ্ট সরকারি দফতরে বিয়ের রেজিস্ট্রেশন করাতে হবে।