মাত্র কয়েকদিন আগের কথা। জি ৭ সম্মেলনকে কেন্দ্র করে নেটিজেনদের চর্চার কেন্দ্রে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রাষ্ট্রনেতাদের নমস্তে-সম্ভাষণে স্বাগত জানানো থেকে তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সেলফি , সবই ছিল চর্চায়। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সুসম্পর্ক ইন্টারনেটে রীতিমতো চর্চার বিষয়। আর সম্প্রতি মেলোনি এই বন্ধুত্বের জুটিকে নাম দিয়েছেন  'মেলোডি'।


ইতালি থেকে মোদির সঙ্গে রিল বানিয়ে তিনি শেয়ারও করেছেন। তারপর থেকেই নেটিজেনদের মেলোনিকে নিয়ে সার্চ আরও বেড়ে গিয়েছে। কে এই মেলোনি ? সার্চ করে চলেছেন ভারতীয় ইউজাররা। এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল ইতালির দুঁদে রাজনীতিক, সে-দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর পুরনো কিছু ভিডিওর কোলাজ। আর তা শেয়ারও হচ্ছে হু হু করে। 


মেলোনিকে ভিডিওতে নানা মুডে দেখা গিয়েছে। আর তাতেই বুঁদ অনেকে। সেখানে কেউ তাঁর সৌন্দর্যের তারিফ করেছেন, আবার কেউ বলেছেন, 'পুরো লেডি গ্যাংস্টারের মতো দেখতে লাগছে'। আবার কেউ দাবি করেছেন, ছবিগুলি অনেক পুরনো , ১৯৯০ এর হবে ! তবে যাই হোক মেলোনিতে বুঁদ এখন নেট দুনিয়া। দেখুন সেই ভিডিও।  






 


লোকসভা নির্বাচনের ফল বেরনোর পরেই মোদিকে জয়ের জন্য শুভেচ্ছা জানান ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। পাল্টা ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন মোদি। ভারত-ইতালি সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেন দুজনেই। তারপরই জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানান মেলোনি। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর। 


২০২২ এ ইতালির রাজনীতিতে কার্যত নতুন যুগের সূচনা হয় মেলোনির হাত ধরে। কারণ তিনিই সে -দেশের  প্রথম মহিলা প্রধানমন্ত্রী । মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর মেলোনির হাত ধরেই ইতালিতে দক্ষিণপন্থী সরকার তৈরি হয়। এখন তাঁর বয়স ৪৭। ব্রাদারস অফ ইটালি দলের সহ প্রতিষ্ঠাতা তিনি।






আরও পড়ুন :       


বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয় ! এই তারিখ থেকেই প্রবল বর্ষণ কলকাতায়


  In questi giorni l’Italia è stata al centro del mondo, e gli occhi del mondo sono stati puntati su di noi. Era una grande responsabilità e sono orgogliosa di come la nostra Nazione sia riuscita, ancora una volta, a stupire e a tracciare la rotta. #G7Italy pic.twitter.com/MOa9gFo7WU