হিউস্টন: বাচ্চার আলাদা সিট থাকলেও, অন্য যাত্রীকে সেই আসন দিয়ে বাচ্চাকে বাধ্য করা হল মায়ের কোলে বসতে। যে কারণে, মার্কিন বিমানসংস্থাকে আদালতে টানলেন মহিলা।
খবরে প্রকাশ, শিরলে ইয়ামায়ুচি নামে এশীয় বংশোদ্ভূত ওই মহিলা ২ বছরের শিশুপুত্র ইউনাইটেড এয়ারলাইল্সে করে হিউস্টন থেকে বস্টনগামী বিমানে ওঠেন।
মার্কিন নিয়ম অনুযায়ী, ২ বছরের শিশুরও পৃথক আসন লাগে। ফলে, ছেলের জন্যও আলাদা টিকিট কিনেছিলেন তিনি। কিন্তু, বিমানে ওঠার পর তাঁকে বলা হয়, শিশুকে কোলে নিয়ে বসতে।
এই প্রসঙ্গে তিনি বিমানকর্মীদের সঙ্গে কথা বললে, মহিলার দাবি, তাঁর কোনও কথাকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে, সাড়ে তিন ঘণ্টা ধরে তাঁকে শিশুকে কোলে নিয়ে বসতে হয় মহিলাকে।
এরপরই বিমানসংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষুব্ধ ইয়ামায়ুচি। তাঁর দাবি, তিনি চান না তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারও সঙ্গে ঘটুক।