লস এঞ্জেলেস: আমেরিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২ জন। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের এক ভিড়েঠাসা বিশাল কান্ট্রি মিউজিক বার ও ডান্স হলের ভিতরে আচমকা ঢুকে গুলিবৃষ্টি চালায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। তার নির্বিচার গুলিচালনার শিকার হন এক পুলিশ সার্জেন্ট সহ ১২ জন। তবে পাল্টা গুলিতে খতম হয়েছে হামলাকারীও। এটা থাউজেন্ড ওকস শহরতলি এলাকায় বুধবার গভীর রাতের ঘটনা। ভেঞ্চুরা কাউন্টির শেরিফ জিওফ ডিন সাংবাদিকদের জানান, সকলেরই মৃত্যু হয়েছে বারের ভিতরে। গুলিবৃষ্টির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা পুলিশ অফিসারও প্রাণ হারিয়েছেন। বারে কলেজ কান্ট্রি মিউজিক নাইট চলছিল।
ভেঞ্চুরা কাউন্টি শেরিফের অফিসের ক্যাপ্টেন গারো কুরেজিদান জানান, বর্ডারলাইন বার ও গ্রিলে গুলিচালনার খবর প্রথম আসে রাত ১১টা ২০ নাগাদ। অন্তত, ৩০ বার গুলি চলেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ প্রথম স্মোক বোমা ছোঁড়ে, তারপর শুরু করে গুলিবৃষ্টি। কলেজ কাউন্টি নাইটে প্রচুর জনসমাগম হয়েছিল। আকস্মিক গুলিচালনার ফলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। কিছু লোক চেয়ার তুলে জানালার কাচ ভেঙে পালিয়ে বেরনোর চেষ্টা করে।