কাবুল: কাবুলে ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলা। নিহত অন্তত ১৪ জন, আহত ৩৬। নিহতদের মধ্যে ২ বন্দুকবাজ রয়েছে বলে দাবি পুলিশের। তৃতীয় বন্দুকবাজের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে ওই স্থানে জড়ো হন প্রচুর মানুষ। সেখানেই আচমকা হামলা চালায় তিন বন্দুকবাজ। মৃত্যু হয় বেশ কয়েকজনের। তাঁদের মধ্যে একজন পুলিশকর্মী। মুহূর্তের মধ্যে এলাকা ঘিরে ফেলে পুলিশ। বন্দুকবাজদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। কাবুল পুলিশের দাবি, গুলিতে মৃত্যু হয়েছে ২ বন্দুকবাজের। তবে গা ঢাকা দিয়েছে আর একজন। এলাকা ঘিরে রাখা হয়েছে। আহতদের চিকিত্সা চলছে হাসপাতালে। তৃতীয় বন্দুকবাজের খোঁজে চলছে চিরুনি তল্লাশি
তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রেসিডেন্ট আসরফ ঘানি।
কাবুলে ধর্মীয় স্থানে বন্দুকবাজের হামলা, মৃত ১৪
Web Desk, ABP Ananda
Updated at:
12 Oct 2016 07:20 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -