রাষ্ট্রসংঘ: ভারত ও পাকিস্তানকে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান বের করতে আহ্বান জানালেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ। কাশ্মীর ইস্যুতে গুতেরেজ হস্তক্ষেপ করতে ইচ্ছুক নন বা ওই বিষয়ে কথা বলতে তিনি রাজি নন বলে যে জল্পনা রয়েছে, এদিন তা প্রত্যাখ্যান করলেন মহাসচিবের মুখপাত্র স্টেফানি ডুহারিচ। তিনি জানান, গুতেরেজ চান কাশ্মীর নিয়ে উভয় পক্ষের উচিত আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান বের হোক। ডুহারিচ যোগ করেন, কাশ্মীর পরিস্থিতিকে ভীষণ গুরুত্বের সঙ্গেই বিচার করছেন গুতেরেজ।