ওয়াশিংটন:  আগামী ১৩ এপ্রিল একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছে নাসা। সেখানে মহাসমুদ্রের গভীরে কোনও অজানা দুনিয়ার অস্তিত্ব থাকতে পারে বলে ধরে নিয়ে একটি গবেষণা করেছিল গবেষকরা। বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে সেদিকেই আলোকপাত করবে নাসার বিজ্ঞানীরা। সূত্রের খবর, বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে পৃথিবীর বাইরেও যে প্রাণের অস্তিত্ব রয়েছে সে প্রমাণই দেবেন সেখানকার গবেষকরা। ক্যাসিনি স্পেসক্রাফ্ট এবং হাবেল স্পেস টেলিস্কোপ থেকে আসা তথ্যের ভিত্তিতে পৃথিবীর বাইরেও অন্য জায়গায় প্রাণ থাকার দাবি করছেন গবেষকরা।

নাসা ২০২০ সালে যে ইওরোপা ক্লিপার মিশন শুরু করতে চলেছে, তাতেও বিশাল ভূমিকা পালন করবে নয়া এই গবেষণা থেকে উঠে আসা তথ্য। সাংবাদিক বৈঠকটি হবে ওয়াশিংটনে নাসার সদর দফতরে। সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।