নিউইয়র্ক:  একমাসের মধ্যে ফের দ্বিতীয়বার। ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান থেকে যাত্রীকে জোর করে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানকর্মীদের বিরুদ্ধে।

এশিয়ার বাসিন্দা এই চিকিত্সক ব্যক্তি যাত্রা করছিলেন ইউনাইটেড এয়ারলাইন্সের ৩৪১১ নম্বর বিমানে করে। রবিবার শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেন্টুকির লুইসভিলিতে যাচ্ছিল বিমানটি। সেখানেই এক নিরাপত্তাকর্মী ওই ব্যক্তিকে কার্যত বিমান থেকে টেনে হিঁচড়ে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। সেই সময় ওই ব্যক্তির মুখ দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছিল। ওই পরিস্থিতির একটি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায়ে পোস্ট করে দেন ওই বিমানেরই অপর এক যাত্রী। ভিডিওতেই দেখা যায়, যখন ওই যাত্রীকে বের করে দেওয়া হচ্ছিল, তখন তিনি মারাত্মক চিত্কার করছিলেন।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করতে অস্বীকার করেছেন ইউনাইটেডের সিইও অস্কার মুনোজ। তাঁর দাবি ওই যাত্রী নিরাপত্তাকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছিলেন। তাঁদের কথাও শোনেননি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেও ইউনাইটে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, তাঁরা তাঁদের সংস্থার কর্মীদেরই পাশে থাকবেন।




এই ঘটনায় অভিযুক্ত এক সিকিউরিটি অফিসারকে লিভ পেন্ডিংয়ে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।