প্রসঙ্গত, মে মাসে প্রায় ১১৭ মিলিয়ন মানুষের লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যায়। তারমধ্যে ফেসবুক স্রষ্টার অ্যাকাউন্টও রয়েছে।
জুকেরবার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর, হ্যাকাররা তাঁর টুইটার পেজ থেকে জুকেরবার্গের উদ্দেশে লিখেছিলেন, তোমার লিঙ্কডইন আইডি-র পাসওয়ার্ড ‘dadada’, এবং ফেসবুক স্রষ্টার পিন্টারেস্ট অ্যাকাউন্টের নয়া টাইটেল ‘হ্যাকড বাই আওয়ারমাইন টিম’। হ্যাকাররা যদিও দাবি করেছিলেন, তাঁরা জুকেরবার্গের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছেন, তবে ভেনচারবিট নামের একটি নিরাপত্তা সংস্থা নিশ্চিত করে, জুকেরবার্গের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট অক্ষতই আছে।
তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই টুইটার থেকে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তবে ফেসবুকের কোনও সিস্টেম বা অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি, জানানো হয়েছে ফেসবুক কর্তৃপক্ষের তরফে।
লিঙ্কডইন-এ জুকেরবার্গের অ্যাকাউন্ট যিনি হ্যাক করেছেন, তাঁর নাম পিস। তাঁর বিরুদ্ধে মাইস্পেস-এর ৩৬০ মিলিয়ন ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করার অভিযোগ রয়েছে।